16 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

রাউজানে সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

রাউজানে সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

বিএনএ, চট্টগ্রাম: বিশিষ্ট দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রামের রাউজান উপজেলার ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রুপালী ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব ফরিদুল আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, আবদুল অদুদ চৌধুরী শুধু নিজ এলাকায় নয় বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় আর্থিকভাবে এগিয়ে গেছেন। তাঁর নিরব দানে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ দেশ, সমাজ ও মানবতার কল্যাণে ভূমিকা পালন করছে। তাঁর এই মহৎ আর্দশকে ধারণ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে তিনি উদাত্ত আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এস.এম জাহেদুল আলম, উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।

এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মেজবানের আয়োজন করা হয়।

(প্রেস বিজ্ঞপ্তি)

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ