25 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু


বিএনএ ডেস্ক : নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ে নিহত  হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কোরবান (৩৬) ও তার মেয়ে কুহিলি (১২)। তাদের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহ দুটি দেখার পর স্থানীয়রা থানায় সংবাদ দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয় । মরদেহ দুটি উদ্ধারে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হয়েছে।

বিএনএ/ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ