28 C
আবহাওয়া
৯:৩৭ পূর্বাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » কাউন্সিলর হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কাউন্সিলর হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কাউন্সিলর

বিএনএ, কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুন মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা সদরের চাঁনপুর রত্নাবতী গোমতি বেড়িবাঁধ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি এবং গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর আগে এ মামলার আসামি সাব্বির ও সাজনও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল আজীম জানান, কয়েকজন অস্ত্রধারীর গোমতি বেড়িবাঁধে অবস্থানের তথ্য পেয়ে কুমিল্লা জেলা পুলিশ এবং গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা তাকে শাহ আলম বলে শনাক্ত করে।

শাহ আলম কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলার প্রধান আসামি। তার বাড়ি সুজানগর বউ বাজার এলাকায়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Total Viewed and Shared : 111 


শিরোনাম বিএনএ