20 C
আবহাওয়া
২:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী

রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা: ইমরুল কায়েস ফয়সাল(২৯) নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। তিনি আবেদনের উল্লেখ করেন, পুলিশ হেফাজতে নিয়ে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় জড়িত বলে মৌখিকভাবে স্বীকার করলেও একেক সময় একেক ধরনের কথা বলেন। তাকে আদালতে জবানবন্দি প্রদানের জন্য বললে আসামি কৌশলে এড়িয়ে যান এবং জবানবন্দি প্রদানে অনিচ্ছা পোষণ করেন। এতে আরো উল্লেখ করা হয়, আসামির নাম ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি।

তিনি ঘটনার বিষয়ে এবং মামলার ভিকটিমকে হত্যার ঘটনা সংক্রান্তে জ্ঞাত আছেন এবং মামলার ঘটনায় পরোক্ষভাবে সহযোগীতা করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়াসহ মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে। মামলার সুষ্ঠ তদন্তের স্বার্থে তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন ও উন্নত চিকিৎসা চেয়ে প্রদানের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে কারাবিধি অনুযায়ী চিকিৎসা প্রদানের আদেশ দেন।

এর আগে গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন তেজগাঁও থানার হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছে। পরে কারাগারে আটক থাকা অবস্থায় গত ৩০ অক্টোবর তাকে আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানার মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার সোনা চোরাচালানের দায়ে বিমান জব্দ