16 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

উত্তরায় যাত্রীবাহী বাসে আগুন

বাস

বিএনএ ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন রাজধানীর উত্তরায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭ টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাসটিতে ১০ থেকে ১২ জনের মতো যাত্রী ছিল। হঠাৎ বাসের পেছন দিকে আগুন লাগলে সবাই দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, আজ সকাল ৭টায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ