বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার দুর্গাপুরে অটোরিক্সার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসমাইল হোসেন (১৮) নামের এক চালকের মৃত্যু হয়েছে। দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে সোমবার (২ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। ইসমাইল এই গ্রামের অলি মাহমুদের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়ির উঠানে তার অটোরিকশা ব্যাটারি চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দেন ইসমাইল। সোমবার সকালের দিকে ব্যাটারি থেকে চার্জারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি