16 C
আবহাওয়া
১১:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান: শায়খ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান: শায়খ আহমাদুল্লাহ

আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান: শায়খ আহমাদুল্লাহ

বিএনএ, ঢাকা: আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে বলে মন্তব্য করেছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, ‘পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক।’ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক। আল্লাহর শুকরিয়া, ধীরে ধীরে আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে।’ তিনি বলেন, এবারের বন্যায় মাত্র ১২ দিনে ১৫ লক্ষাধিক মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিয়েছেন (সাধারণ ব্যাংকিং চ্যানেল এবং নগদ প্রদান এটার অন্তর্ভুক্ত নয়)। দাতাদের এই বিশাল সংখ্যাই প্রমাণ করে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা। সাধারণত একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুদানে ফাউন্ডেশনের কোনো প্রকল্প পরিচালিত হয় না।’

‘এবারের বন্যায় সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ ২০ লাখ ৫৬ হাজার টাকা বন্যায় আমাদের মোট তহবিলের তুলনায় সংখ্যাটা খুবই ক্ষুদ্র। অর্থাৎ লাখ লাখ সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের অনেক বড় বন্যা তহবিল গঠিত হয়েছে। গণমানুষের প্রতিষ্ঠান হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আরও সামনের দিকে এগিয়ে যাক, আপনাদের ভালোবাসায় সিক্ত হোক, মহান রবের কাছে এটাই প্রার্থনা,’ যোগ করেন তিনি।

প্রসঙ্গত, আস-সুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে গত ২১ আগস্ট থেকে বন্যার্তদের মাঝে ধাপে ধাপে ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রথমধাপে ২০ হাজার পরিবারকে, দ্বিতীয় ধাপে ৪০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা করে সংগঠনটি। এছাড়াও বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ৪ হাজার পরিবারকে পুনর্বাসনকল্পে টিন ও নগদ টাকা দেওয়ার কথা রয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ