23 C
আবহাওয়া
৯:৪৫ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬


বিএনএ, বিশ্বডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন মারা গেছে। শনিবার (২ সেপ্টেম্বর) ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে হওয়া এই দুর্ঘটনায় নিহতের বেশিরভাগই ইরানের নাগরিক।

সালাহেদ্দিন প্রদেশের স্বাস্থ্য পরিষেবার পরিচালক খালেদ বুরহানের বরাতে আইএনএ জানিয়েছে, দুজাইল ও সামারা শহরের মধ্যবর্তীস্থানের এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন।

এএফপি জানিয়েছে, গত বছরের একই মাসে ইরাকে যাওয়া ইরানের শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। ওই সময় ১১ শিয়া মুসলিম ও স্থানীয় একজন গাড়ি চালক নিহত হন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) শাহাদত বার্ষিকীকে আরবিতে বলা হয় আরবাইন। পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানগুলোর একটি হলো এই আরবাইন, যাতে অংশ নেন লাখ লাখ শিয়া মুসলমান। প্রতি বছর লাখ লাখ শিয়া মুসলিম ধর্মীয় কারণে ইরাকের প্রাচীন শহর কারবালায় যায়, যার মধ্যে বেশিরভাগই ইরানের শিয়া মুসলিম।

চলতি বছরের আরবাইনের মূল অনুষ্ঠান ইতোমধ্যে শুরু হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নিতে ইরাকে যাচ্ছে মুসলিমরা।

গত বছর ইরাকে সড়ক দুর্ঘটনায় চার হাজার ৯০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সে হিসেবে প্রতিদিন গড়ে ১৩ জন করে সড়কে প্রাণ হারিয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর রাশিয়ায় তেল ডিপোতে ইউক্রেনের হামলা প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান আনোয়ারায় নৌযান মালিক-মাঝিদের প্রশিক্ষণ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪ যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা