18 C
আবহাওয়া
৬:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


বিএনএ, ঢাকা : বিষাক্ত সাপের ছোবলে আকলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ ঢামেক হাসপাতালে মারা গেছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে মাদারীপুর শিবচরে প্রকৃতির ডাকে সাড়ে দিতে গিয়ে এই ঘটনাটি ঘটে।

তাঁকে ওই গ্রামের দুটি স্থানে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়েছিল বলে জানায় তার পরিবার। ওঝার ঝাড়ফুঁকে কোনো উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

আকলিমা মাদারীপুরের শিবচর মইজুদ্দিন হাজীকান্দি গ্রামের সৌদি প্রবাসী আব্দুল বারেক মাদবরের স্ত্রী।

 

মৃতের ছোট ভাই মো. রুবেল মিয়া জানান, বিকেলে একটি বিষাক্ত সাপ তাঁর বোনের বাম পায়ের হাঁটুর ওপর ছোবল দেয়। পরে সাপটি দ্রুত চলে যায়। তার চিৎকার শুনে তাঁকে উদ্ধার করে ওঝাদের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ