21 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল চারজনের

বিএনএ, ঢাকা :রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় নানীর বাসায় বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যে বাসার ছাদে গোসল করতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয় আলিফ। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে মৃত ঘোষণা করেন।

মৃতের মামা শুভ জানান, ১৫ দিন আগে নরসিংদী থেকে ঢাকায় নানীর বাড়িতে বেড়াতে আসে আলিফ। দুপুরে বৃষ্টির সময় খালার সঙ্গে ছাদে যায় গোসল করতে । ছাদে গিয়ে রেলিংয়ে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিঁটকে পড়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।শুভ আরও জানান, আলিফ নরসিংদীর মির্জাচর গ্রামের খায়রুল মিয়া ছেলে। নরসিংদীর কুরেরপাড়া এলাকার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ