19 C
আবহাওয়া
৪:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানের বর্তমান(২সেপ্টেম্বর) অবস্থা

আফগানিস্তানের বর্তমান(২সেপ্টেম্বর) অবস্থা

তালেবান নেতা হেবাত উল্লাহ আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারেন

বিএনএ বিশ্ব ডেস্ক :

পাঞ্জশিরে তীব্র লড়াই

তালেবান যোদ্ধার এবং পাঞ্জশির প্রদেশে আহমদ মাসউদের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্টের বাহিনীর মধ্যে লড়াই চলছে।তালেবান নিশ্চিত করেছে যে দুই দিন ধরে যুদ্ধ চলছে এবং উভয় পক্ষই হতাহত হয়েছে। এর আগে তালেবান ও আহমদ মাসউদের বাহিনীর সাথে শান্তি আলোচনা ব্যর্থ হয়। সূত্র: টলু নিউজ।

পঞ্জশির উপত্যকার ঠিক বাইরে নাসাজি-গুলবাহার এলাকার বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে আবার যুদ্ধ শুরু হয়েছে এবং এখনও চলছে। পাঞ্জশিরের সীমান্ত থেকে তালেবানরা আহমদ মাসউদের বাহিনীর ওপর হামলা শুরু করে। স্থানীয়দের মতে, পাঞ্জশির প্রদেশের অধিকাংশ মানুষ এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এদিকে, প্রতিরোধ ফ্রন্টের সদস্যরা দাবি করেছেন যে তারা পাঞ্জশিরে তালেবানদের হামলা প্রতিরোধ করছে এবং তালেবানদের মধ্যে ব্যাপক হতাহত হয়েছে।পাঞ্জশির স্থানীয় বাহিনী এবং এএনএসডিএফ বাহিনী যৌথভাবে তালেবানদের সঙ্গে লড়াই করছে সেখানে। প্রতিরোধ ফ্রন্টের মুখপাত্র ফাহিম দাস্তি দাবি করেন।তালেবানরা পাঞ্জশিরে হামলা অস্বীকার করে বলেছে যে তাদের বাহিনী মাসউদ সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছে এবং তারা শুধুমাত্র আক্রমণের জবাব দিয়েছে। তালেবান নেতা আমির খান মুত্তাকি বুধবার বলেছিলেন, তালেবান এখনও শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চায়।

কে হচ্ছেন আফগানিস্তানের সরকার প্রধান ?

তালেবান নেতা হেবাতউল্লাহ আখুন্দজাদা আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে পারেন।তালেবানদের একটি সূত্র বুধবার রাতে আফগান সাংবাদিকদের এই তথ্য জানান।

আফগানিস্তানে জিনিসপত্রের দাম দ্বিগুন, পেট্টোলের দাম বেড়েছে ৭৫%

তালিবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান এর সার্বিক অবস্থা বিশ্ব মিডিয়া পর্যবেক্ষণ করছে। খবরে বলা হয়, সেপ্টেম্বর মাসের শুরুতে জিনিসপত্রের দাম দ্বিগুন বেড়েছে। পেট্টোলের দাম বেড়েছে ৭৫%।

জাতিসংঘ সতর্ক করছে যে আফগানিস্তানে আগামি এক মাসের মধ্যে খাদ্য সংকটের মুখোমুখি হতে পারে। যাতে তিনজনের মধ্যে একজন ক্ষুধার্ত থাকবে। তালেবান দেশ চালানোর জন্য নতুন সরকার গঠনের চেষ্টা যত দেরি হচ্ছে ততই বিদেশি সাহায্য সহায়তা পাওয়া বিলম্বিত হচ্ছে।

আফগানিস্তানে খাদ্য সংকট দেখা দিতে পারে

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী রমিজ অলকবারভ বুধবার বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি অত্যন্ত খারাপ।

বেশিরভাগ আন্তর্জাতিক সহায়তা বন্ধ থাকায় অলকবারভ বলেন, সরকারি পরিষেবাগুলি কাজ করতে না পারায় এবং সরকারি কর্মচারীরা তাদের বেতন পাচ্ছে না।

তালেবান এখনো নতুন সরকার গঠন করতে পারেনি। তারওপর তাদের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রশ্নবিদ্ধ। সবকিছু মিলে বিদেশী সাহায্য পুনরায় পাওয়া হয়তো বেশ সময় লাগতে পারে।

কান্দাহারে সামরিক মহড়া

বুধবার তালেবান সদস্যরা সাবেক রাজধানী কান্দাহারে কিছু সামরিক ভারি অস্ত্রশস্ত্র নিয়ে প্যারেড করে। যার মধ্যে ছিল সাঁজোয়া যান। যেগুলো মার্কিন বাহিনী ব্যবহার করতো।

এএফপি নিউজ এজেন্সি জানায়, কমপক্ষে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারও সম্প্রতি কান্দাহারের উপর দিয়ে উড়তে দেখা গেছে। তালেবানদের পাইলট না থাকায় সাবেক আফগান সেনাবাহিনীর কেউ এ সব পরিচালনায় সহায়তা করছে।

এদিকে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বিমান বন্দর পরিচালনার জন্য একটি দল নিয়ে কাবুল হামিদ কারজাই বিমানবন্দরে অবতরণ করেছে। তারা একটি লাইফলাইন হিসেবে বিমানবন্দরটি আবার চালু করতে সাহায্য করবে।

নারী উপস্থাপকের নেতৃত্বে আফগান টিভি মর্নিং শো ফের শুরু

নারী উপস্থাপকের নেতৃত্বে আফগান টিভি মর্নিং শো ফের শুরু
নারী উপস্থাপকের নেতৃত্বে আফগান টিভি মর্নিং শো ফের শুরু

Image

 

 

আফগানিস্তানের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, টোলো টিভিতে জনপ্রিয় অনুষ্ঠান আফগান মর্নিং শো ফের শুরু হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

একজন নারীর উপস্থাপনায় সম্প্রচার শুরু করেছে।টেলিভিশন কোম্পানির একজন নির্বাহী এ তথ্য জানিয়েছেন।

বিএনএনিউজ২৪ডটকম, জিএন

Loading


শিরোনাম বিএনএ