20 C
আবহাওয়া
৩:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা গিলানি মারা গেছেন

কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা গিলানি মারা গেছেন

গিলানী

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: ভারত শাসিত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা প্রবীণ রাজনীতিক সৈয়দ আলি শাহ গিলানি মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বুধবার (১ সেপ্টেম্বর) রাতে শ্রীনগরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। অল পার্টিজ হুররিয়াত কনফারেন্সের নেতা আবদুল হামিদ লোনের বরাত দিয়ে ডন এ কথা জানিয়েছে।

স্বাধীনতাকামী এই নেতা দীর্ঘ দিন ধরেই গৃহবন্দি ছিলেন। গত বছর হঠাৎ করেই স্বাধীনকামী সংগঠনগুলোর জোট হুররিয়াতের নেতৃত্ব থেকে ইস্তফা দেন গিলানি।

এদিকে স্বাধীনতাকামী এই নেতার মৃত্যুতে সেখানে ভারতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা কড়াকড়ি আরোপ করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরিবারের পক্ষ থেকে গিলানির মৃত্যুর খবর জানানো হলে নিরাপত্তা বাহিনী কাঁটাতার দিয়ে তার বাসায় যাওয়ার পথ বন্ধ করে দেয়।

স্থানীয় সূত্র জানায়, নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কারফিউ জারি এবং ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে। আলি শাহ গিলানি ১৯২৯ সালে বারামুলায় জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে লাহোরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা করেন। এর পরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার