17 C
আবহাওয়া
৪:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

দু’দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা

বিএনএ, বিশ্বডেস্ক : তালেবান উপপ্রধান শের আব্বাস স্তানিকজাই জানিয়েছেন,আগামী দু’দিনের মধ্যে আফগানিস্তানে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে । বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানায়।
শের আব্বাস স্তানিকজাই বলেন, আগামী দু’দিনের মধ্যে তালেবানের সরকার ঘোষণা করা হতে পারে। এটি হবে সবার অংশগ্রহণে ঐকমত্যের সরকার। এই সরকারের নিচু স্তরে নারীদের ভূমিকা থাকবে, তবে উচ্চ পর্যায়ে দেখা যাবে না তাদের।

আব্বাস স্তানিকজাই বলেন, সম্প্রতি কাবুল বিমানবন্দরে যে বিশৃঙ্খলা হয়েছে সেজন্য যুক্তরাষ্ট্রের অব্যবস্থাপনা দায়ী এবং বিমানবন্দর মেরামতের জন্য বর্তমানে ৩ কোটি মার্কিন ডলার প্রয়োজন

এর আগে অল্প কয়েক দিনের মধ্যে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা করা হবে বলে জানান তালেবানের শীর্ষ নেতা আনাস হাক্কানি। তিনি বলেন,নতুন সরকার গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে । সরকার গঠনের ৯০-৯৫ শতাংশ কাজ আমরা সম্পন্ন করেছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত অল্প কয়েকদিনের মধ্যে ঘোষণা করতে পারবো।

বিএনএনিউজ২৪ডটকম/ ওজি

Loading


শিরোনাম বিএনএ