বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য নিশ্চিত করেন।
তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিউটি অফিসার লিমা আক্তার জানান, আমরা সকাল ১০টার দিকে আগুনের খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে সেখানে ১১টি ইউনিট কাজ করছে।
বিএনএ/ ওজি/শাম্মী