25 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

বিএনএ, চট্টগ্রাম:  প্রকৃতির অপরূপ সাজে সাজানোর দৃঢ় প্রত্যয়ে বায়েজিদ থানাধীন শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে চলমান আগষ্ট মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সম্প্রতি কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। এ উপলক্ষে সোসাইটির সভাপতি এডভোকেট সাংবাদিক সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত  সভায় বিশেষ অতিথি ছিলেন ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ওসমান গনি মনসুর।

উপস্থিত ছিলেন, সাংবাদিক শামসুল হক হায়দরী, সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক বাবুল কান্তি চৌধুরী, সাংবাদিক শতদল বডুয়া, সাংবাদিক মফিজুল ইসলাম, মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, ইরফান রেজা খান, মোহাম্মদ সরোয়ার কবির চৌধুরী, মোহাম্মদ শামীম আল শরিফ, মোহাম্মদ মুজিব, আলমগীর শিকদার, আব্দুর রহমান, মোহাম্মদ আহসান খুররম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সাবিহান মাহবুব শুভ, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ হানিফ খন্দকার, মোহাম্মদ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, পরিবেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, বৃক্ষরোপণের মাধ্যমে সৃষ্টি হয় সবুজায়ন। বৃক্ষ সর্ম্পকে আমাদের জ্ঞান আহরণ করতে হবে। বৃক্ষ থেকে আমরা অক্সিজেন ও ফল পাই এবং এ বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। দেশীয় বৃক্ষ সমূহ রোপণ করার মাধ্যমে আমাদের দেশীয় উপাদানের প্রতি আকৃষ্ট হতে হবে। একজন নাগরিক হিসেবে আমাদের বৃক্ষ সম্পর্কে এবং বৃক্ষের উপকারিতা নিয়ে কাজ করতে হবে।

ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক সাংবাদিক ওসমান গনি মনসুর বলেন, জলবায়ু পরিবর্তনের কুফল মোকাবেলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের ক্ষতি করে এমন সব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। অন্যথায় ভবিষ্যত প্রজন্মকে এ জন্য চরম ভোগান্তিতে পড়তে হবে।

বিএনএ, বাবর, জিএন/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ