27 C
আবহাওয়া
৫:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২ অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রামে ২ অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রামে ২ অপহরণকারী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।  এসময় অপহরণের শিকার এক নারীকে উদ্ধার করা হয়।

সোমবার (২ আগস্ট) বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার। এরআগে রোববার (১ আগষ্ট) রাতে খইদ্দারটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার গন্ডমারার মৃত ওসমান গনির ছেলে সরোয়ার আলম (৪০) ও একই এলাকার মাওলানা রফিকুল ইসলামের ছেলে মো. শহিদুল্লাহ (৩৭)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গত ২৭ জুন বাঁশখালী থেকে এক নারীকে অপহরণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় ১৫ জুলাই থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে কর্ণফুলীর খইদ্দারটেক এলাকা থেকে অপহরণের শিকার ওই নারীকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ