17 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সরকার কাজ করছে-শেখ হাসিনা

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সরকার কাজ করছে-শেখ হাসিনা

জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সরকার কাজ করছে-শেখ হাসিনা

বিএনএ, ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই তার সরকারের লক্ষ্য। সরকার জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে।

রোববার(২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি, এতিম ও অনাথদের মাঝে ঈদ উপহার, মৌসুমী ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে শোকের মাস আগস্ট উপলক্ষে দল ও সহযোগী-ভাতৃপ্রতীম সংগঠনের মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এই মহামারির সময় সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।

করোনা সংকট মোকাবিলায় দল ও সহযোগী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, করোনার এই সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে, ভালো কাজ করছে। এ সময় দল ও সহযোগী সংগঠন নেতাকর্মীদের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

শোকাবহ আগস্ট মাসের স্মৃতিচারণ করে শেখ হাসিনা  বলেন, ‘এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর সেখানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
বিএনএনিউজ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার