26 C
আবহাওয়া
৯:৪৮ পূর্বাহ্ণ - জুলাই ৩, ২০২৫
Bnanews24.com
Home » এনবিআরের চার কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

এনবিআরের চার কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

NBR

বিএনএ, ঢাকা : চট্টগ্রামের কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্তের পর এবার জাতীয় রাজস্ব বোর্ডের ( এনবিআর) তিন সদস্যসহ চারজনকে অবসরে পাঠাল সরকার। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— কর বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন, মূসক নীতির সদস্য ড. মো আবদুর রউফ, শুল্ক নীতির সদস্য হোসেন আহমদ ও বরিশালের কর কমিশনার মো. শব্বির আহমদ।

বুধবার (২ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের সূত্রে এ তথ্য জানা গেছে।

এসব কর্মকর্তাদের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনে তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, ‘যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন ২০১৮ সার ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো’।

প্রজ্ঞাপনে কোনো ধরনের কারণ উল্লেখ করা হয়নি, তাতে শুধু ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরের কথা বলা হয়েছে। তবে এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় থাকার কারণে এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ