19 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চকবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চকবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চকবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট ও পাউরুটি বিক্রির দায়ে সুইট বাংলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করার অপরাধে মেসার্স চিটাগাং ফুডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) নগরের চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ফারহানা জাহান পারুল, ফিল্ড অফিসার সজীব চৌধুরী, পরিদর্শক (মেট.) প্রিময় মজকুরী প্রমুখ।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত