ফেনী: ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধে ৫টি স্থানে ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকে রাস্তাঘাট, ফসলী জমি, দোকানপাট ও বাড়ি-ঘর ডুবে গেছে।
মঙ্গলবার(২জুলাই) সকালে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে
আর্থিক সহযোগিতা ও ত্রাণ বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
এ সময় ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন মজুমদার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যদের মধ্যে ছাগলনাইয়ার পৌরমেয়র এম মোস্তফা,উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত ছিলেন।
এবিএম নিজাম উদ্দিন, এসজিএন/এইচমুন্নী