14 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দিন ঘোষণা

বিএনএ ডেস্ক: আসন্ন ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ রোববার থেকে শুরু হচ্ছে। আগামী ১৭ জুনকে ঈদের দিন ধরে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

বরাবরের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে। আজ সকাল ৮টা থেকে কেনা যাবে টিকিট।

রেলওয়ের কর্ম পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হচ্ছে আজ রোববার (২ জুন)। ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; আর ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।

যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ ভাগ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

এবার ঈদুল আজহায় ১৬ থেকে ১৮ জুন সরকারি ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্রবার ও শনিবার। একারণে ১৩ জুন বৃহস্পতিবার হবে শেষ অফিস। সব মিলিয়ে এবারের ঈদে ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ