26 C
আবহাওয়া
১:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ব্রাজিল ৫-দক্ষিণ কোরিয়া ১

ব্রাজিল ৫-দক্ষিণ কোরিয়া ১

Brazil thrashed South Korea in a pre-World Cup friendly

দক্ষিণ কোরিয়ার(south korea) বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ৫বারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল(brazil)। বৃহস্পতিবার (২ জুন) সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি।

খেলার ৬মিনিটের মাথায় রিচার্লিসন(Richarlison) ব্রাজিলের পক্ষে প্রথম গোল দেন। কোরিয়ার ইউযেও(Uijo) ৩১মিনিটের মাথায় খেলায় সমতা আনেন (১-১)। ৪১মিনিটের মাথায় পেনাল্টি শটে নেইমার(Neymar) আরেকটি গোল করে ব্রাজিল দলকে একধাপ এগিয়ে দেন(২-১)।

খেলার প্রথমার্ধের ফলাফল :  ব্রাজিল ২-১ গোলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয়ী।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পেনাল্টি শট থেকে আরও একটি গোল করে নেইমার দলকে ৩-১গোলে এগিয়ে দেন।

ব্রাজিলের পক্ষে ৮৪মিনিটে ৪র্থ গোলটি করেন ফিলিপ্পি  কৌতিনহো।

খেলার শেষ মিনিটে ব্রাজিলের গ্যাব্রিয়েল যিসুস দলের পক্ষে ৫ম ও শেষ গোলটি করেন।

ব্রাজিল-কোরিয়া : ব্রাজিল ৫-১গোলে জয়ী। সূত্র:ইনসাইডস্পোর্টস ডট ইন

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ