25 C
আবহাওয়া
১২:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দুবাইয়ে পরীমনির অবকাশ যাপন

দুবাইয়ে পরীমনির অবকাশ যাপন

দুবাইয়ে পরীমনির অবকাশ যাপন

বিএনএ বিনোদন ডেস্ক : করোনার এ সময়টাতে দুবাইয়ে অবকাশ যাপনে আছে নায়িকা পরীমনি। দুবাইয়ে দর্শনীয় সব স্থান ঘুরে বেড়াচ্ছেন ঢাকাই সিনেমার এ নায়িকা । অভিনয়গুণের পাশাপাশি তার সুন্দর মুখশ্রীর জন্য দর্শকমহলে ব্যাপক সমাদর রয়েছে তার ।

পরীমনিকে ফেসবুকে ফলো করেন দেশ-বিদেশের ১ কোটিরও বেশি মানুষ। ফলে ফেসবুকে তিনি যাই দেন ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তিনি তার ফেসবুকে দ্বুাইয়ে বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি ও ভিডিও দিচ্ছেন।

কখনো বা মুখে আরবীয় স্কার্ফ বেঁধে ঈগল হাতে নিয়ে মধ্যপ্রাচ্যের চেনারুপে; আবার কখনো স্বল্পবসনা হয়ে ঐতিহাসিক র্বুজ খলিফা টাওয়ারের সামনে। আবার কখনো ঈগলের মতো ডানা মেলে যেন উড়তে চাইছেন আকাশে।

দুবাই গমন সম্পর্কে গণমাধ্যমকে তিনি জানান, গত বছর করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলাম, মূলত জীবন অনেকটা থমকে ছিল। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কাজও করেছি। আপাতত দেশে কোনো শুটিং করছি না। অবসরের এই ফাঁকে দুবাই ঘুরতে এলাম। এখানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ