17 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ইস্তাম্বুলে নাইটক্লাবে আগুন, নিহত ২৫

ইস্তাম্বুলে নাইটক্লাবে আগুন, নিহত ২৫


বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লেগে ২৫ জন নিহত হয়েছে। আগুনে অন্তত আটজন আহত হয়েছেন, তাদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) শহরের মেয়র একরেম ইমামোগ্লু বলেন, দিনে সংস্কারকাজ চলাকালীন নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেয়র একরেম ইমামোগ্লু আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের কাছের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতরা সংস্কার কাজের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

বিচার মন্ত্রী ইলমাজ টুঙ্ক বলেছেন, কর্তৃপক্ষ ক্লাবের ম্যানেজার এবং সংস্কারের দায়িত্বে থাকা একজন ব্যক্তি সহ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ