21 C
আবহাওয়া
১২:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে আলোর পথের অভিযাত্রীকে ঈদ উপহার প্রদান

চট্টগ্রামে আলোর পথের অভিযাত্রীকে ঈদ উপহার প্রদান


বিএনএ,চট্টগ্রাম:  সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে ঈদ সামগ্রী এবং প্রণোদনা দেয়া হচ্ছে  চট্টগ্রামে আত্মসমর্পণ করা  জলদস্যুদের। এর ধারাবাহিকতায়  আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীদের মধ্যে ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২এপ্রিল) সাড়ে এগারোটায় বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হলে  এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহবুব আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  ২০১৮ সালের ৪৩ জন ও ২০২০ সালে ৩৪ জন জলদস্যু আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে।

বিএনএ নিউজ / রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ