21 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে এসি বিস্ফোরণে দগ্ধ ৪

গাজীপুরে এসি বিস্ফোরণে দগ্ধ ৪


বিএনএ, ,ঢাকা:গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় এসি মেরামতের সময় বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। সোমবার(১এপ্রিল) সন্ধ্যায় পাগাড় মিরাশপাড়া এলাকার পেট্রিওয়েট ইকো অ্যাপারেল অ্যাক্সেসরিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে ।

দগ্ধরা হলেন, এসি মিস্ত্রি রবিন (২৮), আলমগীর (৩৪), সোহাগ(৩৬),মো. রফিক(৩২) ।

কারখানার এক শ্রমিক জানান, সন্ধ্যায় ইফতারির পর কারখানার ছাদে এসি মেরামত করছিলেন তিন মিস্ত্রি। নিরাপত্তাকর্মী সোহাগ তাদের পাশে দাঁড়ানো ছিলেন। মেরামতের পর এসিতে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাতে চারজনই আহত হন। বিকট শব্দ শুনে কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আহতদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বিএনএ নিউজ / রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ