
বিএনএ, ঢাকা: বাংলাদেশে প্রথম রোজা শুরু হচ্ছে রবিবার (৩ এপ্রিল)। চলতি বছরে পবিত্র মাহে রমজানের শুরুতে সারা দেশেই বেড়েছে নিত্যপণ্যে দাম। এর আগে রাশিয়া-ইউক্রেন সংকটের দোহাই দিয়ে দফায় দফায় বাড়ানো হয় তেল গ্যাসসহ নিত্যপণ্যের দাম।

অথচ তেল গ্যাসসহ কিছু পণ্য যুদ্ধের আগেই বাংলাদেশে আমদানি হয়েছে। যা আমদানিকারকদের গুদামে মজুদ ছিল।

এর মধ্যে পবিত্র রমজান মাস চলে আসায় আরেক দফায় বাড়ানো হয়েছে নিত্যপণ্যের দাম। ফলে নিম্ন মধ্যে বিত্তের সংসারে টানাটানি আরও বেড়েছে।

অথচ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে নিত্য পণ্যের দাম কামানোর ঘোষণা দেয়া হচ্ছে। সেখানে বাংলাদেশে নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
বিএনএ/ এ আর