26 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » মালির কেন্দ্রস্থলে সামরিক অভিযানে নিহত ২০৩

মালির কেন্দ্রস্থলে সামরিক অভিযানে নিহত ২০৩


বিএনএ, বিশ্বডেস্ক : মালির কেন্দ্রস্থলে সামরিক অভিযান চলাকালে সংঘর্ষে ২০৩ জন নিহত হয়েছে।  শুক্রবার মালির সামরিক বাহিনী এ তথ্য দিয়েছে। সংঘাতপূর্ণ এ দেশে সহিংসতা আরো অনেক বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।

সেনাবাহিনী জানায়, মালির মউরা এলাকায় ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সামরিক অভিযান চালানো হয়। এলাকাটি সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে পরিচিত।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সেখানে সেনাবাহিনীর অভিযান চলাকালে ২০৩ জঙ্গি নিহত এবং ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়।

এএফপি সামরিক বাহিনীর দাবি করা নিহতের এ সংখ্যা বা সামাজিক মাধ্যমে দেয়া খবরের বিষয়টি যাচাই করতে পারেনি। কেননা, মালির সংঘাতপূর্ণ এলাকায় সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ  এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরপেক্ষ তথ্য সূত্রের ঘাটতি রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা