14 C
আবহাওয়া
৯:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » হাজীগঞ্জে শাশুড়ির রহস্যজনক মৃত্যু, পুত্রবধূ আটক

হাজীগঞ্জে শাশুড়ির রহস্যজনক মৃত্যু, পুত্রবধূ আটক

রহস্যজনক মৃত্যু

বিএনএ, চাঁদপুর প্রতিনিধি : জেলার হাজীগঞ্জে মনোরমা সূত্রধর (৬০) নামে এক মহিলার রহস্যজনক মৃত্যু ঘটেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ থাকায় তারই পুত্র বধূ শিবানী সূত্রধর (৩০)কে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(১ এপ্রিল) রাতে উপজেলার পশ্চিম রাজারগাঁও সূত্রধর বাড়িতে এ ঘটনা ঘটে। মনোরমা সূত্রধর মৃত হরেন্দ্র সূত্রধরের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।

প্রতিবেশিরা জানান, মৃত মহিলা দুই মেয়ে ও ১ ছেলের মা। সব সন্তানই বিবাহিত।  মনোরমা সূত্রধর ছেলে গৌরাঙ্গ সূত্রধর আর ছেলের বউ শিবানীকে নিয়ে স্বামীর বসতঘরে বসবাস করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে ছেলে বাড়িতে এসে জানতে পারেন তা মা মারা গেছেন।

মৃত্যুর পর শরীরের বিভিন্নস্থানে রক্তের দাগ দেখে প্রতিবেশী ও নিহতের স্বজনদের মনে ধারণা তৈরি হয় বৃদ্ধা মনোরমা সূত্রধর হত্যাকাণ্ডের শিকার হন। এর পরেই আশপাশে রটে যায় মনোরমাকে পুত্রবধূ শিবানী হত্যা করেছে। এমন তথ্যের সূত্র ধরে রাতেই ঘটনাস্থলে পৌঁছেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ