বিএনএ, ক্রীড়া ডেস্ক:স্পেনের হয়ে খেলতে গিয়ে বাঁ পায়ের পেশিতে চোট পান রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার সার্জিও রামোস। এই চোটের কারণে আগামী ২ সপ্তাহে তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আগামী ২ সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ২ লেগের গুরুত্বপূর্ণ ম্যাচসহ রিয়ালকে খেলতে হবে এল ক্ল্যাসিকো। এক বিবৃতি দিয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) রামোসের ইনজুরির কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
৭ এপ্রিল শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ১১ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর আবার ১৫ এপ্রিল খেলতে হবে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগ।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে না পাওয়া দলের জন্য কাল হয়ে দাঁড়াবে। বুধবার কসোভার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে চোট পান রামোস। ম্যাচে মাত্র ৪ মিনিট খেলেছিলেন তিনি।