বিএনএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে শিক্ষার্থীদের মাঝে সেনিটারী ন্যাপকিন বিতরণ করেছে আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেড। বুধবার (২ মার্চ) সকালে হোসেনপুর উপজেলার হোসেনপুর পাইলট বালিকা বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে এই সেনিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার মাহবুবুল আলম, কিশোরগঞ্জ অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আবুল বাসার, হোসেনপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগমসহ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা এবং স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ দিয়েছে আদ্-দ্বীন মাদার কেয়ার লিমিটেডকে।
বিএনএ/ হামিমুর রহমান, ওজি