40 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » আল জাজিরার বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ

আল জাজিরার বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ

আল জাজিরার বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ

বিএনএ, বিশ্ব ডেস্ক : ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়ে আল-জাজিরা টেলিভিশনের বিরুদ্ধে মিশিগান রাজ্যের ফেডারেল কোর্টে একটি মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

স্থানীয় সময় সোমবার (১ মার্চ) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলাটি শুনানীর জন্যে গৃহীত হয়েছে। মামলায় বিবাদী করা হয়েছে আল জাজিরা ইংলিশ, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, ডেভিড বার্গম্যান, কনক সরোয়ার, ইলিয়াস হোসেনসহ আরও কয়েকজনকে।

মামলার আবেদনে বলা হয়, বিবাদীরা যোগসাজশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচার করে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়। এই তৎপরতা বিদ্বেষপ্রসূত। এর মধ্যে দিয়ে বাদীর ক্ষতি হয়েছে এবং হচ্ছে, উল্লেখ করে তথ্যচিত্রটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য আদালতের আদেশ কামনা করা হয়েছে। এ ছাড়া মানসিক ক্ষতির দায় হিসেবে বিবাদীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার আদায়ের নির্দেশ চাওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বী আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিনসহ অন্যান্য নেতারা।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ