21 C
আবহাওয়া
১১:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » আগুনে পুড়লো ৩০ দোকান

আগুনে পুড়লো ৩০ দোকান

আগুন

রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর শাহ জামাল মার্কেটে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ মার্চ) ভোর ৬টার দিকে নগরীর স্টেশন রোড গ্রান্ড হোটেল মোড়স্থ কাপড়ের মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে প্রথমে ১০টি এবং পরে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মার্কেটের ভেতরের অন্তত ৩০টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

শাহ জামাল মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন জানান, ওই মার্কেটে প্রায় সকলেই কাপড় ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ৬টার দিকে মার্কেটে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডে মার্কেটের দুই লাইনের ১৫-২০টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ঊর্ধ্বে ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ