29 C
আবহাওয়া
১০:০০ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

বাইডেন

বিএনএ বিশ্ব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলওয়ারের বাড়িতে বুধবার তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। বাইডেনের আইনজীবী বব বাউয়ার জানান, গোপন নথি সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে এমন তল্লাশি চালানো হয়েছে।

বাইডেনের আইনজীবী জানান, তারা মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তল্লাশি পরিকল্পনার কথা আগেই জানতেন। প্রেসিডেন্ট এ কাজে পূর্ণ সমর্থন দিয়েছেন।

এর আগে বাইডেনের সাবেক অফিস ও একটি বাড়ি থেকে দফায় দফায় সরকারি গোপন নথি উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে বাইডেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। উদ্ধার করা নথিগুলো ওই সময়ের।

সিবিএস নিউজ জানায়, এসব নথিসংক্রান্ত বড় পরিসরে তদন্তকাজের অংশ হিসেবে এফবিআই বাইডেনের বাড়িতে গেছে।

বিবিসি জানায়, মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে তল্লাশি অভিযানের ব্যাপারে এফবিআইয়ের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার-এ-লাগো রিসোর্ট থেকে রাষ্ট্রীয় গোপনীয় নথি উদ্ধার করা হয়েছিল। এতে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ