30 C
আবহাওয়া
১২:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস

৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস


বিএনএ, ঢাকা: ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২’ পালন করবে সরকার। দেশে এর আগে চারবার জাতীয় গ্রন্থাগার দিবস পালন করেছে সরকার।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর গণগ্রন্থাগার অধিদফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (লাইব্রেরি) অসীম কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই জাতীয় গ্রন্থাগার দিবসের লক্ষ্য।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ