40 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » রুশ টিকা স্পুটনিকের কার্যকারিতা ৯২ শতাংশ

রুশ টিকা স্পুটনিকের কার্যকারিতা ৯২ শতাংশ

রুশ টিকা স্পুটনিকের কার্যকারিতা ৯২ শতাংশ

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ায় তৈরি করোনাভাইরাসের টিকা স্পুটনিক ভি ৯১.৬ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। সবশেষ ট্রায়ালে ভাইরাসটির বিরুদ্ধে স্পুটনিক ভি’র এই কার্যকারিতা পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে পিয়ার-রিভিউ জার্নাল দ্য ল্যানসেট।

শেষধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশের আগে টিকাটি প্রয়োগ শুরু করায় নানা ধরনের বিতর্কের তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, রুশ টিকার কার্যকরিতা এবং নিরাপত্তা এখন সবার সামনে। এরমধ্য দিয়ে, স্পুটনিক, ফাইজার, অক্সফোর্ড-অস্ট্রাজেনেকা, মডার্না এবং জ্যানসেনের পাশে উঠে এলো।

নিরাপদ ঘোষণা করা এ টিকাও দুই ডোজ দিতে হয়। প্রথম ডোজ দেয়ার ২১ দিন পর ‍দ্বিতীয় ডোজ দিতে হয়। টিকা দেয়ার পর দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। অর্থাৎ সত্যিকারে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলেও তা লড়াই করার মতো যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা শরীর অর্জন করবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ