17 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৩

ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৩

ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৩

বিএনএ,ঢাকা: পৃথক তিনটি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদস্য সহ তিনজন আহত হয়েছেন । আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার(১জানুয়ারী) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারী) ভোর পর্যন্ত এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এসব ছিনতাইয়ের ঘটনা নিশ্চিত করেছেন।

মো. ফারুক জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা মিনা বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজন বর্মন (১৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত রাজন নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার দয়াকান্দি গ্রামের রমেশ বর্মনের ছেলে। যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি।

আহতের বাবা রমেশ বর্মন জানান, আমার ছেলে দনিয়া কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী। গতরাতে কাজলা মিনা বাজারের গলি দিয়ে বাসায় ফিরছিল। এ সময় অজ্ঞাতপরিচয় তিন ছিনতাইকারী আমার ছেলের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। পরে ছিনতাইকারীরা আমার ছেলের বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় এখন তার চিকিৎসা চলছে।

এদিকে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে খিলগাঁওয়ের গোড়ান আদর্শ গলির সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাজল আহমেদ (৪৪) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। কাজল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নুর আহমেদের ছেলে।

কাজলের ভাগ্নি তন্নী আক্তার জানান , আমার মামা অটোরিকশায় যাওয়ার পথে গোড়ান আদর্শ গলির সামনে ২/৩ জন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে চাপাতি দিয়ে মামার পায়ে আঘাত করে। এসময় ছিনতাইকারীরা মামার কাছ থেকে মোবাইলসহ নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা মামাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিই। বর্তমানে চিকিৎসা চলছে।

একই দিনে গাজীপুরে টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৩৫) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সদস্য নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় মোশারফকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর সবুজবাগের বাসা থেকে পিকআপে করে বাসার মালপত্র নিয়ে টাঙ্গাইল যাওয়ার সময় ৪/৫ ছিনতাইকারী পাথর ছুঁড়ে পিকআপের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা পায়ের বামপাশে ছুরিকাঘাত করে পুলিশ সদস্য মোশারফের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। সম্প্রতি কনস্টেবল মোশারফের বদলি হয়েছে। এ কারণে বাসার মালপত্র নিয়ে তিনি টঙ্গী থেকে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় তার নতুন কর্মস্থলে যাচ্ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ছিনতাইয়ের ঘটনা গুলো সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/ আজিজুল/ আরএস

Loading


শিরোনাম বিএনএ