রামাল্লাহ – ফিলিস্তিনের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত মন্ত্রিসভা কমিটি কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। খবর ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফার।
কমিটি আরও জানিয়েছে, আল জাজিরার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত সাংবাদিক, কর্মী এবং চ্যানেলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে যতক্ষণ না পর্যন্ত আল জাজিরা ফিলিস্তিনের আইন ও বিধি অনুযায়ী তাদের আইনগত অবস্থা সমাধান করতে পারে।
মন্ত্রিসভা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্থগিতাদেশ সাময়িক এবং এটি তখনই প্রত্যাহার করা হবে, যখন আল জাজিরা তাদের আইনগত সমস্যা ফিলিস্তিনি নিয়মকানুন অনুযায়ী সমাধান করবে।
কমিটির মতে, আল জাজিরা বারবার ফিলিস্তিনি আইন এবং বিধি লঙ্ঘন করেছে। কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সংবাদমাধ্যমটি উস্কানিমূলক কনটেন্ট সম্প্রচার, বিভ্রান্তি ছড়ানো এবং ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, যা বিভক্তি ও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।
বিএনএনিউজ২৪, এসজিএন