22 C
আবহাওয়া
৫:৫১ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নের জন্য জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন

সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নের জন্য জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)

ঢাকা : বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র নেতৃত্বে বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ‘সেমিকন্ডাক্টর’ শীর্ষক একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় বুধবার(১ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারের এ উদ্যোগ বাংলাদেশের সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, টেস্টিং এবং অ্যাসেম্বলিং সক্ষমতাকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে শুধু উচ্চ বেতন ভিত্তিক কর্মসংস্থানই নয় বরং বাংলাদেশে হাইভ্যালু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দ্রুত গড়ে উঠবে এবং প্রসার লাভ করবে, আগামীতে যা হয়ে উঠবে বাংলাদেশের রপ্তানিযোগ্য অন্যতম শিল্প খাত।

এ প্রসঙ্গে সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের আহ্বায়ক, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এশিয়া-প্যাসিফিক সাপ্লাই চেইনের কাছাকাছি অবস্থানের কারণে প্রতিযোগিতামূলক শ্রমব্যয় কম থাকায় এবং দক্ষ যুবশক্তি বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে। সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে আমরা শিল্প নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় একাডেমিয়া, নন-রেসিডেন্ট বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দসহ শীর্ষ পর্যায়ের নীতিনির্ধাকদের অভিজ্ঞতাকে একত্রিত করে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা হবে, যা ভবিষ্যতে আমাদের উদ্ভাবননির্ভর অর্থনীতির অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা রাখবে।

টাস্কফোর্সের কাজ হবে সেমিকন্ডাক্টর খাতে তাৎক্ষণিক প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করা, নীতি ও দক্ষতার ঘাটতি দূর করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো ও প্রণোদনা কাঠামো প্রস্তাব করা। জানুয়ারির শেষ নাগাদ কার্যকর ফলাফল উপস্থাপন করার লক্ষ্যে কাজ করবে এ টাস্কফোর্স।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ