28 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » দেশে একদিনে ৫৫৭ জন করোনায় আক্রান্ত

দেশে একদিনে ৫৫৭ জন করোনায় আক্রান্ত


বিএনএ ঢাকা: মহামারি করোনা ভাইরাসে একদিনের ব্যবধানে মৃত্যু কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী একজন নারী। তাঁর বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি রংপুর বিভাগের বাসিন্দা এবং সরকারি হাসপাতালে  মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭ জনের।

রোববার (০২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে দাঁড়িয়েছে। গত একদিনে সুস্থ হয়েছে ২৫৩ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন সুস্থ হলো।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৯ হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ১৮৯টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেন।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ