14 C
আবহাওয়া
৬:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » দিনাজপুরে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

দিনাজপুরে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

দিনাজপুরে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

বিএনএ দিনাজপুর:দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান চাপায় ৩ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলার মাকড়াই কমরপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে বাড়ি ফিরছিল।

নিহত ৩ স্কুল শিক্ষার্থী হলো, বীরগঞ্জ উপজেলার সুজালপুর সুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা সংবাদ মাধ্যমকে বলেন,  কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে  মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল ৩ শিক্ষার্থী। পথিমধ্যে একটি মাইক্রোবাসকে সাইড দিয়ে গিয়ে পেছন থেকে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়। স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিএনএনিউজ/এস শাহী, আরকেসি

Loading


শিরোনাম বিএনএ