29 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » ক্যান্সার আক্রান্ত আয়েশা বাচঁতে চায় 

ক্যান্সার আক্রান্ত আয়েশা বাচঁতে চায় 

ক্যান্সার আক্রান্ত আয়েশা বাচঁতে চায়

বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের দুই সন্তানের জননী আয়েশা বেগম (৩০) কোলন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করার আর্থিক সংগতি না থাকায় তিনি চিকিৎসার জন্য সকলের নিকট সাহায্যের চেয়েছেন।  ৩মাস পূর্বে মলদ্বারে ব্যথা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আয়েশা। ওখানে অপারেশনের পর তার কোলন ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটের ৬নং ওয়ার্ডের ১৮নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

আয়েশার স্বামী মোঃ হারুন জানান, বর্তমানে সে অসহনীয় ব্যথায় সারাক্ষণ বিছানায় ছটফট করে মৃত্যু যন্ত্রণায় ভূগছেন।

আয়েশার এ চিকিৎসা বাবদ পরিবারের পক্ষ থেকে হাজার হাজার টাকা ইতিমধ্যে খরচ করেও সফল হয়নি । ক্যামো থেরাপি ৮টি ও রেডিওথেরাপি ১০টিসহ পূর্ণ চিকিৎসার জন্য আরও  ২/৩ লাখ টাকা প্রয়োজন। তার স্বামী একজন দিনমজুর। কিন্তু এ টাকার কোন সংস্থান না থাকায় বর্তমানে চিকিৎসা বন্ধের উপক্রম হয়ে পড়েছে।তাই তিনি সমাজের বিত্তবান, দানশীল ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ বিকাশ নম্বর ০১৮৬৬০২৯০৮৩,

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ