20 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » নালায় পড়ে পা ভাঙল শিক্ষার্থী

নালায় পড়ে পা ভাঙল শিক্ষার্থী


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে নালায় পড়ে পা ভাঙলেন ইয়াসির আরাফাত (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর। আহত ইয়াসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে কাজির দেউড়ি হল-২৪ কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।আহত ইয়াসিরের বাড়ি নগরীর হালিশহরের চুনা ফ্যাক্টরি এলাকায়। তিনি চট্টগ্রাম কমার্স কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে চার বন্ধু হেঁটে কাজির দেউড়ি মোড় থেকে সিআরবির দিকে যাচ্ছিলেন। হল-২৪-এর বিপরীতে ফুটপাতের ওপর একটি স্ল্যাব উন্মুক্ত ছিল, যা তারা খেয়াল করেনি। অসাবধানতাবশত আরাফাত ওই উন্মুক্ত স্থানে পড়ে যায়। এতে তার পায়ে জখম হয়।

নাজমুল নিরব নামে তার এক বন্ধু বলেন, এক্স-রে করে জানা গেছে তার বাম পায়ের হাড় ও দুটি আঙুলের হাড় ভেঙে গেছে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।

এই বিষয়ে বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ওই নালায় স্ল্যাব বসানোর জন্য লোক পাঠিয়েছি।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ