15 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে জামায়াতের অবরোধ

রাজধানীতে জামায়াতের অবরোধ


বিএনএ, ঢাকা: টানা তিন দিন অবরোধের দ্বিতীয় দিনে আজ রাজধানীর গেন্ডারিয়া, মালিবাগ, ডেমরা, পোস্তগোলা, মিরপুর, পল্লবী, রামপুরা, বাড্ডা, কাফরুল ও বিমানবন্দর এলাকায় অবরোধ ও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১ নভেম্বর) সকালে মালিবাগে রেললাইন অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে আরও অংশ নেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, শামীমুল বারী, সোহেল রানা মিঠু, মুহাম্মদ নুরুদ্দিন, মুতাসিম বিল্লাহ, ইমাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় জামায়াতের শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, গণবিরোধী ও বিনাভোটের সরকারের বিরুদ্ধে বীরজনতা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোনভাবেই রাজপথ ছাড়বে না।

মিরপুরে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর চিরিয়াখানা রোড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমার্স কলেজ হয়ে প্রশিকা মোড়ে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়।

এছাড়াও মিরপুর শেওড়াপাড়ায়, কারওয়ান বাজার  এবং গুলশান এলাকায় অবরোধ ও বিক্ষোভ মিছিল করে জামায়াত

মাহফজুর রহমান বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। তারা জনগণের জান-মালের নিরাপত্তা দিতে পারেনি বরং ভিন্নমত দমনের জন্য দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনকে দলীয় ক্যাডার বাহিনীর মত ব্যবহার করছে। সরকার জনগণের অবরোধ কর্মসূচিকে বানচাল করার জন্য দলীয় সন্ত্রাসী ও পুলিশ সদস্যদের যুগপৎভাবে মাঠে নামিয়ে সারাদেশে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য শুরু করেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ