28 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯৬ রানের টার্গেট দিয়েছে ভারত

ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯৬ রানের টার্গেট দিয়েছে ভারত

শ্রীলঙ্কাকে ১৯৬ রানের টার্গেট দিয়েছে ভারত

বিএনএ ডেস্ক: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯৬ রানের টার্গেট দিয়েছে ভারত। ওপেনার নমন ওঝার অনবদ্য শতকে ১৯৫ রান তোলে ভারত।

শনিবার (১ অক্টোবর) রাতে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় লিজেন্ড-এর অধিনায়ক শচীন টেন্ডুলকার।

উদ্বোধনী জুটিতে হোঁটচ খায় ভারত। শূণ্য রানে ফিরে যান অধিনায়ক শচীন টেন্ডুলকার। এরপর দলীয় ১৯ রানের মাথায় আসে দ্বিতীয় আঘাত। সুরেশ রায়না ২ বল খেলে ৪ রানে ফিরে যান।

তবে তৃতীয় উইকেটে বিনয় কুমানের সাথে বড় জুটি গড়েন নমন ওঝা। দলীয় ১০৯ রানের মাথায় আউট হন বিনয় কুমার। ২১ বলে ৩৬ রান করে ফিরে যান তিনি। চতুর্থ উইকেটে যুবরাজ সিংও ভাল সঙ্গ দেন নমন ওঝাকে। ১৩ বলে ১৯ রান করে যুবরাজ সিং ফিরে যাওয়ার সময় ভারতের দলীয় সংগ্রহ ছিল ১৫৪।

পঞ্চম উইকেটেও ভাল জুটি গড়েন নমন ওঝা ও ইরফান পাঠান। দলীয় ১৮৭ রানের মাথায় ৯ বলে ১১ করে সাজ ঘরে ফেরেন ইরফান পাঠান। তবে ষষ্ঠ উইকেটে ইউসুফ পাঠান তেমন সুবিধা করতে পারেন নি। শেষ পর্যন্ত স্টুয়ার্ট বিনি ২ বলে ৮ ও নমন ওঝা ৭১ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন।

পুরো ইনিংস জুড়েই ভারতীয় ব্যাটারদের তোপের মুখে ছিলো লঙ্কান বোলাররা
পুরো ইনিংস জুড়েই ভারতীয় ব্যাটারদের তোপের মুখে ছিলো লঙ্কান বোলাররা

শ্রীলঙ্কার পক্ষে নুয়ান কুলাসেকারা ৩টি, ইসুরু উদানা ২টি ও ১ টি উইকেট শিকার করেন ইশান জয়রত্নে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই