22 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » মোহাম্মদপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোহাম্মদপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে আসাদ অ্যাভিনিউয়ের একটি বাসা থেকে আয়েশা ইয়াসমিন বানু (৫৬) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। তিনি বলেন, আমরা খবর পেয়ে আসাদ অ্যাভিনিউয়ের একটি বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মৃত নারী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।এ বাসায় তিনি একাই থাকতেন এবং রান্নাবান্না নিজেই করতেন। তার স্বামী ও অনেক আগেই মারা গেছেন এবং তার কোনো সন্তান নেই। প্রাথমিকভাবে ধারণা করছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যেতে পারে। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ