16 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে তরুণীর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে তরুণীর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর ফকিরাপুল এলাকায় লাভলী বেগম (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।শুক্রবার(১ অক্টোবর) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন। লাভলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, লাভলীর বাড়ি সিলেট বিয়ানীবাজার উপজেলায়। বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র ঠিক করতে গ্রাম থেকে কথিত স্বামী আব্দুল কুদ্দুসের সঙ্গে ঢাকায় আসেন তিনি। পরে ফকিরাপুল এলাকায় একটি আবাসিক হোটেলে উঠেছিলেন। বৃহস্পতিবার বিকেলে লাভলী হোটেল থেকে বের হয়ে এক নারীর সঙ্গে যাচ্ছিলেন। ওই নারী তাকে বিদেশ যাওয়ার কাগজপত্র ঠিক করে দিতে চেয়েছিলেন।তবে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান লাভলী। পরে ওই নারী ও পথচারীরা তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই তরুণীর স্বজনরা থানায় যোগাযোগ করেছে। তারা কোনো অভিযোগ এখনো করেনি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এছাড়া ঘটনার সময়ের সঙ্গে থাকা নারীকে আটক করা হয়েছে বলেও জানায় ওসি সালাউদ্দিন মিয়া।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ