16 C
আবহাওয়া
৬:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মুহিবুল্লাহ হত্যা : আটক ১

মুহিবুল্লাহ হত্যা : আটক ১

মুহিবুল্লাহ হত্যা : গ্রেফতার ১

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহ হত্যা ঘটনায় জড়িত সন্দেহে সেলিম নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) তাকে আটক করে এপিবিএন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নইমুল হক বলেন, শুক্রবার বেলা ১১টায় লম্বাশিয়া ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এর আগে নিহতের ভাই হাবিবুল্লাহ অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে উখিয়া থানায় মামলা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোর্শেদ জানান, “অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীর কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।”

বুধবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পের ভেতরে বন্দুকধারীদের গুলিতে রোহিঙ্গাদের একজন শীর্ষ নেতা মুহিবুল্লাহ নিহত হন। মুহিবুল্লাহ ছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ