16 C
আবহাওয়া
৬:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: উখিয়া থানায় মামলা

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: উখিয়া থানায় মামলা


বিএনএ, কক্সবাজার:কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার((৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়া থানায় নিহতের ভাই হাবিব উল্লাহ মামলাটি করেন।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, “রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন। মামলা নম্বর ১২৬।”

এদিকে, নিহত মুহিবুল্লাহর মরদেহ বৃহস্পতিবার বিকেল ৪টায় ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে রোহিঙ্গা ক্যাম্পে জানাজা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মুহিবুল্লাহকে দাফন করা হয়।

উল্লেখ্য,,বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর অফিসের বাইরে ৫ রাউন্ড গুলি করে। ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে।
খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘‘এমএসএফ’’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে উখিয়া থানা পুলিশকে মরদেহ হস্তান্তর করা হয়।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ