বিএনএ, লোহাগাড়া(চট্টগ্রাম) : চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসাসহ অসংখ্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক, শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.)’র ৩৯তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ১ অক্টোবর শুক্রবার চুনতী সিরাত ময়দানে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ আলোচনা পেশ করবেন। এতে উপস্থিত থাকবেন দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
উক্ত মাহফিলে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিরাত মাহফিল মতওয়াল্লী পরিষদের সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ।
বিএনএ নিউজ ২৪ কম, এসজিএন